খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা আশ্রয়কেন্দ্রগুলোর জন্য উপকরণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। জিইউকের ‘জুরিখ কাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি রাজু আহমেদ, জিইউকের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, প্রজেক্ট অফিসার ডলি সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর বিজলী রাণী মহন্ত ও চামেলী বেগম প্রমুখ।
উপজেলার ১৫টি বন্যা আশ্রয়কেন্দ্রে বিতরণ করা উপকরণগুলোর মধ্যে ছিল বালতি ৪টি, বদনা ২টি, জগ ৪টি, টর্চলাইট ২টি, গ্লাস ১২টি ও এলইডি লাইট ২টি।
জিইউকের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এ প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির ল্েয এই সহায়তা প্রদান করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জিইউকেকে ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘এসব উপকরণ দুর্যোগকালীন সময়ে আশ্রয় নেওয়া মানুষের সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।’