খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নাগরিক প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে গাইবান্ধার অবলম্বন-এর কনফারেন্স রুমে অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে আমরাই পারি, অবলম্বন ও উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তররের সহকারী উপ-পরিচালক মো. আরিফ হোসেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, নাগরিক প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ও বোনারপাড়া ইউনিয়ন এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ও কামদিয়া ইউনিয়নে নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে। সিদ্ধান্ত গ্রহণ ও অধিকারের লঙ্ঘনের প্রতিকারে তাদের অংশগ্রহণ বাড়ানো হবে। ২০২৭ সালের জুন পর্যন্ত ২ বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে নাগরিক সমাজের সক্রিয়তা, সিভিল সোসাইটির নেটওয়ার্ক ও অংশীদারিত্ব বৃদ্ধি, সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা এবং কমিউনিটি নেতাদের দতা উন্নয়নে কাজ করা হবে।
সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সহযোগী সংস্থা (বোনারপাড়া)-এর নির্বাহী পরিচালক শারমিন সুলতানা, পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, গোবিন্দগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সভাপতি বিপুল কুমার দাস, নারী নেত্রী মাজেদা খাতুন, নাজমা বেগম, সদর থানার এসআই রওজাতুন জান্নাত ও কান্ডারীর নির্বাহী পরিচালক সেলিনা আক্তার সোনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবলম্বনের প্রোগ্রাম ম্যানেজার প্রতিমা চক্রবর্তী।