খবরবাড়ি ডেস্কঃ আইনশৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনায় গাইবান্ধার পলাশবাড়ী থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তিনি থানায় পৌঁছলে প্রথমে তাঁকে থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড-অব-অনার প্রদান করা হয়। থানা পরিদর্শন কালে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পর্যবেক্ষণসহ থানা অফিসার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছাড়াও অন্যান্য কর্মকর্তাদের নানা দিক-নিদের্শনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করা ছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ থানায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে স্বীয় দায়িত্ব পালনের মাধ্যমে অত্রালাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
এসময় সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল এবিএম রশীদুল বারী, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিকসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।