খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-ঔষধি গাছের রোপন ও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পলাশবাড়ী সরকারি কলেজ, আদর্শ ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ এবং সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ভাবে ৪’শ বিভিন্ন ফলজ-ঔষধি গাছের চারা রোপন শেষে বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এসময় পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কালিম, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ার সরকার, সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার কার্যকরী সদস্য নাজমুল হাসান সোহাগ, ইউনিট লেভেল অফিসার সাইদুর হাসান শাওন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির সহ-সভাপতি পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সভাপতি জাহিদ রেজা স্বপন মানিক, সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ ছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার স্বেচ্ছাসেবী আরিফুল ইসলাম, ফরহাদ আকন্দ রতন, সায়হান ও নাইম উপস্থিত ছিলেন।