খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় শতবর্ষী প্রতিষ্ঠান নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে। কর্তৃপক্ষের দাবী করছেন আগুনে পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও গানাসাসের কর্মকর্তারা জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পথচারীরা গানাসাস কার্যালয়ে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তাদের ধারণা ভোরের দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
গানাসাসের সচিব শাওন আহমেদ বলেন,‘আগুনে ভস্মীভূত কক্ষটিতে অনেক নথিপত্র, আলমারীর ভেতরে রাখা সাড়ে চার লাখ টাকার পে-অর্ডার চেক, আইপিএস, সাউন্ড সিস্টেম হেড, আসবাবপত্রসহ আরো কিছু জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।’