আন্তর্জাতিক ডেস্ক:
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
তবে, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন এবং আপিলে জয় হলে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়েও নামতে পারবেন লুলা।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুইস ইনাসিও লুলা ডা সিলভা।
ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ টানা দু’মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। এমন আইনের কারণেই নিজে সরে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টিতে তার প্রিয় অনুসারী দিলমা রৌসেফকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা লুলা। তবে গত বছর দিলমা রৌসেফকে অভিসংশন করার পর তৃতীয় বারের মতো প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্টিল কারখানার শ্রমিক থেকে দেশনায়ক হওয়া ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ।
সূত্র: ডয়চে ভেলে