খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারে রাতের আঁধারে অবৈধ ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপদাার।
গত ২৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ কালীবাড়ী হাটের কিছু ব্যবসায়ী। এরই ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান করা হয়।
ব্যবসায়ী সূত্র জানায়, পৌরসভার কালীবাড়ী হাটে হঠাৎ করে রাতের আঁধারে বাজারের পান, চুন হাটিতে কে-বা কাহারা অবৈধভাবে কিছু ঘর উত্তলোন করে। পুরাতন কিছু ব্যবসায়ী এরই প্রেক্ষিতে পান ব্যবসায়ী শ্রী রিপন, সাইফুল, রিপন, সুপারি ব্যবসায়ী সবুজ, আবুবক্কর সিদ্দিক, আঃ রশিদ, চুন ব্যবসায়ী নরেশ, সামছুল একটি লিখিত অভিযোগ নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন।
ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপদাার।
এসময় পৌর প্রশাসক বলেন, শুধু পান হাটিতেই নয় যারা কালীবাড়ী হাটে অবৈধভাবে দখল করে আছেন। তারা যেন আগামী রোববারের মধ্যে নিজেরা চলে যায়। চলে না গেলে তাদেরকেও উচ্ছেদ করা হবে।