খবরবাড়ি ডেস্কঃ আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক ও উপজেলা বিএনপির অ্যাড. সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া প্রমূখ।
এসময় জেলা তাঁতী দলের অহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, জিয়াউর রহমান সুইট বক্সী, শাহ আলম, হারুন-অর-রশীদ বিএসসি, রেজাউন্নবী সরকার লেবু, খয়বর রহমানসহ সভায় উপজেলা এবং ১১ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।