খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় অনুষ্ঠিত গায়েন প্রতিযোগীতায় বিজয়ী গোবিন্দগঞ্জের শিল্পী আব্দুল্লাহ আল মূতী (লিতু) এবং রিংকী চাকীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, সিনিয়র নায়েবে আমির মাও. আব্দুল বারী, ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আকরাম হোসেন রাজু, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, প্রভাষক দীপক কর ও সহকারী শিক্ষক রেজাউল করিম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।