খবরবাড়ি ডেস্কঃ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গাছের চারা বিতরণ করেছে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি সংগঠন। জার্মানির দাতা সংস্থা জিআইজেড-এর অর্থায়নে রোববার (২৪ আগস্ট) দুপুরে ২’শ ফলদ, বনজ ও ঔষধিীগাছের চারা বিতরণ করা হয়।
উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদরাসা, মন্দুয়ার গুচ্ছগ্রাম সরকারি প্রথামিক বিদ্যালয়, দক্ষিণ মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়েনপুর আদর্শ কলেজ ও ডোলের মোড় এতিম খানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, নির্বাহী সদস্য মনিরুজ্জামান পার্থ, সদস্য মশিউর রহমান, দেলওয়ার রহমান, শান্ত মিয়া, সিহাব হাসান রিফাত, বিথী সরকার ও সোহাগ সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এরআগে, চরাঞ্চল ও পৌরশহরসহ আরো বিভিন্ন স্থানে ২’শ চারা রোপণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।