খবরবাড়ি ডেস্কঃ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গাইবান্ধায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ শে আগস্ট) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের নতুন বাজার থেকে শুরু করে দাস বেকারির মোড়, নিউমার্কেট, ১নং ট্রাফিক মোড় হয়ে হকার্স মার্কেট, কাচারী বাজার বকুলতলা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব ওয়াহিদ খান সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিকসহ জেলা ও সদর উপজেলার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়াও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবী উত্থাপন করেছেন।
সেই দাবী সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবী সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে। তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।