খবরবাড়ি ডেস্কঃ বাংলা সাহিত্যের দুই ধ্রুব তারা রবীন্দ্র-নজরুল ইসলাম স্মরণে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শনিবার ( ২৩ আগস্ট) সন্ধ্যায় হাসান আজিজুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য শিক্ষক (অবসর প্রাপ্ত) সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে বাংলা সাহিত্যের দুই ধ্রুব তারা রবীন্দ্র-নজরুল জীবনী নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজরে প্রভাষক তাহমিনা বেগম, আলিউল ইসলাম বাদল, আবদুল্লাহ আদিল নান্নু, জ্যেষ্ট প্রভাষক নবীউল ইসলাম প্রমুখ। এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যান্য সদস্য ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিরসঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়।