খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম, জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এটিএম মাজেদ হাসান লিটনসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক নানা পণ্যের সমৃদ্ধ স্টল। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে আকর্ষণীয় রাইডস, লাইটিং ভূতের বাড়ি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলাকে করেছে উৎসবমুখর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের বাজার সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।