সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-৩ ( পীরগঞ্জ, রাণীশংকৈল) আসনে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে।
প্রায় ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় ভোটারদের মাঝে দেখা দিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা।
অন্যান্যদের মত ঠাকুরগাঁও -৩ আসনের মনোনয়নপ্রত্যাশী,পীরগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব, এই আসনের সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া দিন-রাত ‘ধানের শীষে’র জন্য ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছেন পীরগঞ্জের পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে ,বিভিন্ন ইউনিয়নে ও হাট-বাজারে। এলাকার নানাবিধ সমস্যার কথা জনগণের কাছ থেকে শুনছেন এবং দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি।
এছাড়াও, মনোনয়নপ্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।