খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দু’জনসহ মোট ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে গাইবান্ধা জেলা র্যাব ও গোবিন্দগঞ্জ থানার যৌথ টিম গাজীপুর জেলা র্যাবের সহযোগিতায় গাজীপুর থেকে নওগাঁ জেলায় অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী খাজা মিয়া (৪৫) এবং মুজাহিদকে (৩৫) গ্রেফতার করা হয়। এছাড়াও পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী রাকিব হাসান (২৫) ও লিঠু শেখকে (২৭) তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
অন্যদিকে; ডেভিলহান্ট অভিযানে মহিমাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাহেনুল ইসলামকে (৫০) গ্রেফতার করে পুলিশ।
অভিযান চলাকালে বিভিন্ন সময়ে থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সেগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।