খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডল-এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাছান, মো. ফিরোজ কবির আকন্দ, মোছা. ফেরদৌসি বেগম, মো. আব্দুল হাই মন্ডল ও মো. আসাদুজ্জামান মন্ডল দোলন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডল একজন ভালো মানুষ ছিলেন। এ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস একজন অফিসার হারালেন। তিনিও হয়তো বা একটি ভালো লাগার কর্মস্থল হারালেন। চাকুরী জীবনে বদলীর বিষয়টি মেনে নিতেই হবে। পারিবারিক প্রয়োজনে আবেদনের প্রেক্ষিতে তার এ বদলী হয়েছে। তিনি সেখানেই থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা।