খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর শাখার ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ।
১নং ওয়ার্ড শহর বিএনপির আহবায়ক মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. একেএম হানিফ বেলাল, আমান উল্লাহ চৌধুরী সাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড শহর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান খোকা।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুর রহমান খোকা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নীল মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু ছাড়াও ৬জন সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।