খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ও সহ-সভাপতি মোছা. মনোয়রা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিকি টিপু, সহকারি শিক্ষক ওয়াহিদা আকতার সাথী, শাহীন কাজী, সরদার মাহমুদ ও শিক্ষার্থী সিয়াম হাসান প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মোজাহিদ আনোয়ার রিন্টু। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠান চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত হয়।
উল্লেখ্য; গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৮০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।