খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর শাখার ৫ এবং ৮নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা পৌরশহরের হরিনমারী গ্রামের আশরাফের চাতালে এ নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড সেক্রেটারি আনারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাও. মুহাম্মদ ইয়াহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারী সাবেক সেনা সদস্য আইনুল হক প্রধান।আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন ও সাবেক পৌর আমীর আব্দুল মজিদ সরকার। এসময় পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম সোহেল, পৌর প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক আব্দুল মতিন ছাড়ান ৫নং ওয়ার্ড সভাপতি এরফানুল হক বিএসসি ও ৮নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেনসহ অনুষ্ঠানে পৌর জামায়াতের ৫ ও ৮নং ওয়ার্ডের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।