খবরবাড়ি ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো’আ মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন ও জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’য়া পরিচালনা করা হয়।