খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গিয়ে প্রাণ গেল দেড়বছর বয়সী শিশু সাদিক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের নুরপুর গ্রামে ঘটনা ঘটে। সাদিক ওই গ্রামের মাসুমের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু সাদিককে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পায়। সাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুকুরে পানিতে ডুবে শিশু সাদিকের মৃত্যুর পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।