খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সামনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কনক দত্ত, উপজেলা প্রশিক্ষিকা সুরভী আক্তার, পৌরসভার দলনেতা এসএম সবুর সরকার ছাড়াও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার এবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রীসহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম। ‘একটি গাছ একটি জীবন। প্রতিটি গাছের চারা শুধু পরিবেশেকে সবুজ রাখে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার বহন করে।’