খবরবাড়ি ডেস্কঃ গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা ও সারাদেশে নৈরাজ্য চাঁদাবাজীর প্রতিবাদে মঙ্গলবার (১২ আগস্ট) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা প্রেস ক্লাব মুলধারার একাংশের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবসভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সরকার শহিদুজ্জামান, শামীমুল হক শামীম ও সাংগঠনিক সম্পাদক আতিক বাবুসহ অন্যান্যরা।
এছারাও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদ সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদ নেতা রেজাউল করিম রেজা ও ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আব্দুল মাজেদ।
এসময় বক্তারা বলেন, দেশে চলছে নৈরাজ্য, মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। গাজীপুরে অপরাধীদের ছবি ধারণ করতে গিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হলো সাংবাদিক তুহিনকে। একি চলছে দেশে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এ সরকার আইনশৃংখলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার দ্রুত বিচার করা হোক।