1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

পলাশবাড়ীর হরিনাথপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিডব্লিউবি চাল বিতরণ ছাড়াও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনথাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিডব্লিউবি চাল বিতরণ ছাড়াও বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির বিস্তর অভিযোগ উঠেছে। অপরদিকে; স্তূপাকারে অভিযোগ জমা হলেও দেড় মাস পরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি তেমন নেই বললেই চলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বিপরীতে গত ২০২৩-২৪ বছরে ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে গত ডিসেম্বর মাসে চাল বিতরণ সম্পন্ন হয়। পরবর্তীতে বর্তমান অন্তর্বতী কালীন সরকার ওইসব উপকারভোগীদের সহায়তায় উপরন্তু আরো ৬ মাসের চাল উপহার হিসেবে দেন। কিন্তু; হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসাইন জাহাঙ্গীর বেশ বিলম্বে গত মে মাসে ভিডব্লিউবি উপকার ভোগীদের চাল বিতরণের ঘোষণা দেন। এ মোতাবেক ইউপি চেয়ারম্যান উপকারভোগীদের নিকট থেকে ভিডব্লিউবি’র কার্ড জমা গ্রহণ করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান উপকারভোগী কার্ডধারীদের নিকট থেকে নগদ ১ হাজার টাকা নিয়ে তাঁর স্বাক্ষরিত একটি করে সিøপ তাদের হাতে ধরিয়ে দেন।
প্রসঙ্গত; ভিডব্লিইবি’র ৬ মাসের চাল দেয়ার পরিবর্তে ইউপি চেয়ারম্যান ওই স্লিপের মাধ্যমে উপকারভোগী কার্ডধারীদের মাঝে একত্রে ৫ মাসের চাল ১’শ ৫০ কেজির স্থলে ১’শ ৩৭ থেকে ১’শ ৩৮ কেজি করে চাল বিরতরণ করেন। বিতরণকালে চাল কম দেয়ার বিষয়টি নিয়ে চেয়রম্যানের সাথে কথা বললে পরবর্তী সময় আরো ১ মাসের চাল দেয়া হবে না বলে চেয়ারম্যান হুমকি দেন বলে ভূক্তভোগিরা জানান। তৎসময় চেয়ারম্যানের এমন হুমকির ভয়ে ভীত-সন্ত্রস্ত্র ভূক্তভোগিরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেননি। কিন্তু; পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হলে চেয়ারম্যান তড়িঘড়ি করে পূর্ববর্তী সময় কম দেয়া ১ মাসের ৩০ কেজি চাল বিতরণ করেন।
এ সংক্রান্ত বিষয়ে ভিডব্লিইবি’র উপকারভোগী কার্ডধারীদের মধ্যে মনোয়রা, শিরিনা, মুন্নি, মরিয়ম, মুঞ্জয়ারা, লাভলী ও রুমি জেলা প্রশাসক বরাবর গত ২৩ জুন ২০২৫ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। প্রায় দেড় মাসাধিক সময় অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টির তদন্ত না হওয়ায় অভিযোগকারীরা চরম হতাশায় বিমুখ হয়ে পড়েছেন। তারা বিষয়টি সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর-এর সাথে বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিগত সময় অত্র ইউপি’তে একটি চাল চুরির ঘটনা ঘটেছেলি। সেই চাল চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা তাদের নিকটতম লোকজনদের নিয়ে আমার নামে অহেতুক মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সাথে এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে কথা হলে তিনি জানান, হরিনাথপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপর্যুপরি বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলোর বিপরীতে গঠিত তদন্ত টীম অভিযোগ সমূহের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft