খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জামায়াতের সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন মাষ্টার, সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি ও প্রেস কাব রবিউল কবির মনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, প্রেস কাব সাধারণ সম্পাদক মীর্জা শওকত জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আমীর মাও. আকরাম হোসেন রাজু, সেক্রেটারী আব্দুল মমিন সিরাজী, ইসলামী আন্দোলন জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন ও উপজেলা এসপির আহবায়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।