দেশব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বুধবার তুর্কি নিরাপত্তা বাহিনী ২০০ জনেরও বেশি সন্দেহভাজন দায়েশ সন্ত্রাসীকে আটক করেছে। ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টার প্রথমবার্ষিকীতে হামলা চালানোর পরিকল্পনা করতেছিল দায়েশ সন্ত্রাসীরা। বিষয়টি এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
সিকিউরিটি জেনারেল ডিরেক্টরেটের জারি করা এক বিবৃতি অনুযায়ী, ২৯টি প্রদেশে নিরাপত্তা বাহিনী দায়েশ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ২৩৩ সন্দেহভাজনকে আটক করেছিল।
গত জুলাই মাসের ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টার প্রথমবার্ষিকী উপলক্ষ্যে তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে নিহতের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত জুলাই মাসের ব্যর্থঅভ্যুত্থানে প্রায় ২৫০ জন শহীদ এবং ২১৯৩ জন আহত হয়।
পূর্ব প্রদেশের মালাতায় নিরাপত্তা বাহিনী ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এছাড়া পাঁচজন ভ্যানে এবং চারজন এলাজিগেতে গ্রেপ্তার করা হয়।
কমপক্ষে ২১ জন দায়েশ সন্দেহভাজনকে পশ্চিম ইজমির প্রদেশে হতে গ্রেপ্তার করা হয়। তাছাড়া সেন্ট্রাল এসকিশিয়ার প্রদেশে ছয়জন এবং কিরিকলাল প্রদেশে সাতজনকে গ্রেপ্তার হয়। অন্যান্য প্রদেশ হতে বাকিদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, তুর্কি বাহিনী বুধবার কেন্দ্রীয় কোনিয়া প্রদেশের মেরাম জেলার এক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে তাতে কমপক্ষে পাঁচজন দায়েশ সন্ত্রাসী নিহত হয়। এতে চার তুর্কি কর্মকর্তাও আহত হয়।
সাম্প্রতিক সময়ে তুরস্ক দায়েশ সন্ত্রাসী কর্তৃক একাধিক হামলার শিকার হয়েছে। ২০১৫ সালে তারা আঙ্কারা ট্রেন স্টেশনে বোমা হামলা চালায় যাতে ১০০ জন তুর্কি নাগরিক নিহত হয়।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে