শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান শিপু।
শনিবার (৯ আগষ্ট) তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এণ্ড কলেজে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩ টা থেকে ভোট শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি প্রার্থী হিসেবে মোট ৩ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। মোঃ সিরাজুল ইসলাম ছাতা প্রতীক নিয়ে ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এ্যাডভোকেট মোঃ মাকদুম আলম হাতি প্রতীক নিয়ে ১৪৮ ভোট ভোট পান। মতিয়ার রহমান চেয়ার প্রতীক নিয়ে ২২ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান শিপু চশমা ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী গোলাম কিবরিয়া ফুটবল মার্কা নিয়ে ১১৬ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাহবুবার রহমান চৌধুরী। তাঁর নিকটতম প্রার্থী কোবায়েদ হোসেন আম প্রতীক নিয়ে ১৯০ ভোট পান। সানাউল্লাহ্ সরকার ফ্যান প্রতীক নিয়ে ভোট পান ১৫৫।