খবরবাড়ি ডেস্কঃ ‘দুনিয়ার মজদুর এক হও-লড়াই কর’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা শাখার দ্বাদশ সম্মেলন উদ্বোধন করা হয়। অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।
সিপিবি উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা শাখার সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সিপিবি জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য সাদেকুল ইসলাম মাস্টার, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেজ সরকারসহ অন্যান্যরা। এসময় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র সম্মেলনটি সঞ্চালনা করেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার।
বক্তারা একটি শোষণ মুক্ত, অসাম্প্রদায়িক এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়াসহ গ্রামগঞ্জে-শহর-বন্দরে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার নিমিত্তে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শেষে সম্মেলনে সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু এবং ইয়াদুল ইসলাম সাজু মাস্টারকে সাধারণ সম্পাদক ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পলাশবাড়ী উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।