খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।
দেশের চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) সকালে ফুলছড়ি উপজেলার কালীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযানটি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। সেগুলোর তদন্তের স্বার্থেই তাকে গ্রেফতার করা হয়েছে। সুমন কুমার বর্মণ স্থানীয় রাজনীতিতে একজন সক্রীয় ব্যক্তি হিসেবে পরিচিত।
সরকারের নির্দেশনায় দেশে চলমান সন্ত্রাস-দূর্ণীতি ও চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলছড়িতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।