খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাখোয়াত হোসেন-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. একরামুল হক, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি পলাশবাড়ী আর্দশ ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভার.) গোলাম মোস্তফা, মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পেশাজীবী বিভাগের সভাপতি মাও. বেলাল উদ্দিন সরকার, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মো. আবু তালেব মাস্টার, পৌর জামায়াতের সভাপতি মাও. মোহাম্মাদ ইয়াহিয়া প্রমুখ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জামায়াত ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে একটি বিশাল গণমিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।