খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২ আগস্ট) দুপুর ৩টার দিকে শাকিল মিয়া উপজেলার ভবানীপুর গ্রামে এক শিশুকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারের স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল ভবানীপুর গ্রামের একটি বাড়ীতে অভিযান চালিয়ে শাকিল মিয়াকে আটক করে। আটক শাকিল ওইগ্রামের বাসিন্দা।
গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।