শরীফ মেহেদী হাসান( তারাগঞ্জ)রংপুরঃ
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে যে।
শূন্য থেকে এক বছরের বাচ্চাদের জন্ম নিবন্ধনের হিসেবে ও মৃত্যু নিবন্ধনে এ হিসাব করা হয়।
গত এক বছরে দেশের দ্বিতীয় ও রংপুর বিভাগে প্রথম হয়েছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা।
ইউএনও রুবেল রানা বলেন, সবার প্রচেষ্টায় এ সফলতা আমরা অর্জন করতে পেরেছি। জেলা প্রশাসক মহোদয়ের রংপুর এর নির্দেশনা অনুসারে কাজ করে আজকে আমার এই সফলতা। এই সফলতার দাবিদার সকলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চৌকিদার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা— এ উপজেলার সচেতন নাগরিক ও শিক্ষকমণ্ডলীসহ সবারই অবদান রয়েছে। সবাইকে সাথে নিয়ে তারাগঞ্জ উপজেলাকে আরও এগিয়ে নিতে চাই।
আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তারাগঞ্জে খেলার পরিবেশ তৈরি করা, মাদক মুক্ত তারাগঞ্জ করার চেষ্টা।
তারাগঞ্জে অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে নিয়ে আসা।বাল্যবিবাহ প্রতিরোধ,যদি জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা করে তারাগঞ্জ বাজারে একটি সুন্দর বহু তল ভবন করে দোকানদারদের ব্যবসা করার সমস্যা দূর করব ইনশাআল্লাহ।সাংবাদিক সহ তারাগঞ্জ উপজেলা সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।