খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) বাদ আসর পৌরশহরের পশ্চিম চারমাথায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে দো’আ পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
মাহফিলে জামায়াতে ইসলামীর আমীরের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দো’আ অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. আবুল বারী মিয়া, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মাও. মশিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক হাসান সাইদ তালুকদার, ওলামা মাশায়েখ সভাপতি আব্দুস সালাম নাটোরী, উপজেলা বায়তুল মালের সেক্রেটারি শেখ ফরিদ ও পৌর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম প্রমূখ অংশ নেয়।
উল্লেখ্য; জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হবে। তার সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দো’আ চাওয়া হয়েছে।