খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ছাত্র জনতার জুলাই গণ-অভূত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ এবং জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর পরিচালক নেশারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহিজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।