খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কিআরডিপি’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আবু জাফর লেলিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক, থানা অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা বিআরডিবি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।