খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলা প্রশাসনের নির্দেশনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাবের প্রত্য সহযোগিতায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ হোটেলে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পচা-বাসি খাবার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ দই রাখার কারণে তিন হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলগুলো হচ্ছে শহরের রেলগেট এলাকার শারমিন হোটেল, পৌরপার্কের সামনের এলাকার নিউ পূবালী হোটেল এবং হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া ও ক্যাবের জেলা সভাপতি কেএম রেজাউল হক। এছাড়াও এ অভিযানে জেলা পুলিশের একটা দল অংশ নেয়।