খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা বার ভবন চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল হালিম প্রামানিক, অ্যাড. জাহাঙ্গীর আলম জিন্না, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. কাজি আমীরুল ইসলাম ফকু, যুগ্ম আহব্বায়ক একেএম হানিফ বেলাল, মোকছেদুর রহমান, ইদ্রিস আলী, মঞ্জুর মোর্শেদ বাবুু, অ্যাড. মানিক ছাড়াও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। এসময় জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ও তাদের দোসদের বিচার দাবী ছাড়াও আইন-শৃঙ্খলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষা দাবীসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।