1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

গাইবান্ধা শহরের ফোর লেন সড়ক থেকে কবে সরবে ২০টি বৈদ্যুতিক খুঁটি

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা চার লেন সড়ক থেকে কবে সরবে ২০টি বৈদ্যুতিক খুঁটি? সড়ক ও জনপথ বিভাগ ক্ষতি পূরণের টাকা পরিশোধ করলেও দীর্ঘ ২ বছরেও বিদ্যুৎ বিভাগ শহরের রেলগেট থেকে পশ্চিম দিকে উত্তরপাশে এবং দক্ষিণ পাশেও কিছু কিছু জায়গায় সড়ক থেকে ১৫-২০টি বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। বিশেষ করে হকার্স মার্কেট, ডাকবাংলোর মোড়, সাদুল্লাপুর মোড়, ফকিরপাড়া, পলাশপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে খুঁটি রয়েছে। সম্প্রসারিত সড়কের ভিতরে ও গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসব খুঁটি স্থানান্তর না করায় প্রতিনিয়ত শহরে লেগে থাকছে যানজট। ঘটছে ছো- বড় নানা দুর্ঘটনা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, শহরের পুর্ব দিকে বড় মসজিদ থেকে পশ্চিমে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। ২০১৮ সালের ৮ নভেম্বর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয় ১১৭ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৬ কোটি ও জমি অধিগ্রহণের জন্য ১১১ কোটি টাকা।

ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এই কাজের দায়িত্ব পায়। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের ৩০ জুন। কয়ে নির্ধারিত সময় অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়। কিছু কাজ অসমাপ্ত রেখে ২০২২ সালের প্রথম দিকে চার লেনের নির্মাণকাজ শেষ হয়।

এদিকে; সড়কটি প্রশস্ত হওয়ায় দুইপাশের বিদ্যুতের খুঁটি সরানোর প্রয়োজন হয়। এ জন্য বিদ্যুৎ বিভাগকে ৮০ লাখ টাকা পরিশোধ করে সওজ। কাজ শেষ হওয়ার দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও সড়ক থেকে এখনও ১৫-২০টি খুঁটি সরানো হয়নি। এতে প্রতিনিয়ত শহরে লেগে থাকছে যানজট। ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। ব্যবহার করা যাচ্ছে না ফুটপাত। ব্যাহত হচ্ছে সম্প্রসারিত সড়কের সুফল।

এ বিষয়ে শহরের ফকিরপাড়া এলাকার ব্যবসায়ী দীপন মিয়া বলেন, ‘সড়ক থেকে খুঁটি না সরানোর কারণে সেখানকার ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। যেখানে খুঁটি আছে, সেখানে কখনো সড়ক দিয়ে, কখনো দোকানপাট ঘেঁষে যানবাহন চলাচল করছে।’

পলাশপাড়া এলাকার হোসেন আলী বলেন, সড়ক থেকে খুঁটি না সরানোর কারণে বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফুটপাত দিয়ে চলাচল করতে ভয় লাগে। কেন্দ্রীয় বাস টার্মিনালের ট্রাকচালক আমির মিয়া বলেন, মূল সড়ক ঘেঁষে খুঁটি থাকায় যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। খুঁটির জায়গায় যানবাহন পারাপার করতে যানজট হয়।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন জানান, দীর্ঘ সময়েও সড়কের মাঝের এসব খুঁটি স্থানান্তর না হওয়ায় জন ভোগান্তির সৃষ্টি হয়েছে। খুঁটিগুলো স্থানান্তরে বিদ্যুৎ বিভাগকে নিয়মিত তাগাদা দেয়া হচ্ছে।

গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের (নেসকো-০২) নির্বাহী প্রকৌশলী মো. আসিফ জানান, জমি সংক্রান্ত জটিলতা ও স্থানীয়দের বাঁধায় খুঁটি স্থানান্তরে কিছুটা জটিলতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পৌরসভা, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft