এম এ শাহীন,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল গভীর রাতে একযোগে তিনটি বাড়িতে হানা দিয়ে মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়।
ময়েজ উদ্দিনের ছেলে ছফিল উদ্দিন (নিন্দালু) এর বাড়ি থেকে একটি গাভী ও একটি বাছুর,
কবির উদ্দিনের ছেলে মিঠুর বাড়ি থেকে একটি গাভী এবং টেবরা মাহমুদের ছেলে আব্দুস সামাদের বাড়ি থেকে আরেকটি গাভী চুরি হয়েছে।
চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।