স্পেনের দীর্ঘদিনের উচ্চ বেকারত্বের হার ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ১০ শতাংশের নিচে নেমে এসেছে বলে মঙ্গলবার সরকারি তথ্য প্রকাশ করেছে। বামপন্থী সরকার এটিকে ২০০৮ সালের পর প্রথমবারের মতো একটি বড় অর্জন হিসেবে উদযাপন করছে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে এই সময়ে বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ, যা আগের প্রান্তিকের তুলনায় ০.৫২ শতাংশ পয়েন্ট কম।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ২০০৮ সালের পর এই প্রথম বেকারত্ব ১০ শতাংশের নিচে নেমেছে। স্পেনে প্রায় ২ কোটি ২৫ লাখ মানুষ কর্মরত, যা একটি নতুন রেকর্ড।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ পোস্ট করে লিখেছেন : ‘২০০৮ সালের পর প্রথমবার বেকারত্ব ১০ শতাংশের নিচে নেমেছে। স্পেনে এখন প্রায় ২ কোটি ২৫ লাখ মানুষ কর্মরত, যা একটি নতুন রেকর্ড।’
Leave a Reply
You must be logged in to post a comment.