খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল ১ ফেব্রুয়ারি (রোববার) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাখে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আমীর এরশাদুল হক ইমনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অব.) আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা।
মতবিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হলে সাদুল্লাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা হবে এবং উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না।
তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
সভায় তিনি জানান, আগামীকাল রোববার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। ওই জনসভায় দলীয় ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.