খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া মোতাহার হোসেন টিপুকে গাইবান্ধার সাদুল্লাপুরের বড় জামালপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সদ্য অতিরিক্ত সচিব মোতাহার হোসেন টিপু, দৈনিক ভোরের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক মকছুদার রহমান মাকসুদ।
জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ শহিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মেহেদী হাসান শহিদুল, রুবেল মিয়া, ইউনিয়ন জামায়াতের সভাপতি মেজবাহুল ইসলাম রাশেদ, ইউপি সদস্য আমিনুর রহমান, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষক শাহজাহান হোসেন সাজু, আবু রায়হান মন্ডল, আলমগীর হোসেন মন্ডল, সুলতানা সাবিনা জেসমিনসহ অনেকে।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরেন। এসময় অতিরিক্ত সচিব মোতাহার হোসেন টিপু উপস্থিতিদের মাঝে নানা ধরনের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য; মোতাহার হোসেন টিপু সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামের আইয়ুব আলী মাস্টারের ছেলে।
Leave a Reply
You must be logged in to post a comment.