খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক দেয়া এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় নারী সংস্থার সভানেত্রী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি গৌরী রাণী, আরডিআরএস বাংলাদেশের কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের সিডিএস বুলেট মোহন্ত, সিএম রোকসানা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।