খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পলাশবাড়ী প্রেস ক্লাব। পূর্বের ন্যায় এবারও ক্লাবের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি শনিবার সকাল ১১টায় স্থানীয় ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান। সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সরকার।
এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। আগামীতেও প্রেস ক্লাবের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.