খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাকিম আহমেদ, মাকসুদ রহমান, ওমর ফারুক মন্ডল, শরীফ শুভ ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ২৪ এর আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তিনি শত্রুদের সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে দালালি, চাটুকারিতা ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। এটি বাধাগ্রস্ত করতেই তাকে হত্যা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। ভারত সন্ত্রাসীদের জন্য সেফ হাউজ হয়েছে। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ভারতে পালিয়ে রয়েছে। আমরা চাই, তাকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে।
Leave a Reply
You must be logged in to post a comment.