খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হিংগারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কনকনে শীত উপেক্ষা করে এ দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ। শীতল হাওয়ার মাঝেও মাঠজুড়ে মানুষের ঢল নামে, যা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আবেগ আজও অটুট। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আমজাদ হোসেন।
দোয়া মাহফিলে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-০৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ঘিরে এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চোখে-মুখে ছিল গভীর বেদনা ও শ্রদ্ধার ছাপ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দোয়া মাহফিল সম্পন্ন হলে উপস্থিত মুসল্লিরা নীরবে প্রার্থনায় অংশ নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।