খবরবাড়ি ডেস্কঃ ঢাকা থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী)সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এ সময় অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
তাজহাট থানা পুলিশ সাংবাদিকদের জানান, রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি আপিল করেন। ঢাকায় নির্বাচন কমিশনে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকা থেকে কুড়িগ্রামগামী পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জমি হারিয়ে ফেলেন।
পরে অজ্ঞানপার্টির লোকজন তাকে বাস থেকে রংপুর মডার্ন মোড়ে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.