খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম এন্ড ইন্টেলিজেন্স) মো. মাসুম বিল্লাহ তালুকদার।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে তিনি বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ডিআইজি মাসুম বিল্লাহ তালুকদার রেলওয়ে পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব বন্টন ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দাপ্তরিক নথিপত্র সরেজমিন পর্যালোচনা করাসহ দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পুলিশের সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানসহ রেলওয়ে নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে জনসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.