খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় যুবদল নেতা রয়েছেন।
সোমবার ( ৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, ওই ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)।
পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা একটি মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।