খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সিপিবির কাস্তে মার্কার প্রার্থীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের হাওয়া ভবন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
প্রধান অতিথি তিনি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ গণতন্ত্রহীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। এজন্য তিনি কাস্তে মার্কায় ভোট দিয়ে সিপিবির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রার্থী নির্বাচিত হলে নদী শাসন কার্যক্রম জোরদার করা হবে, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদাখালী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ আসনের সিপিবির কাস্তে মার্কার প্রার্থী নিরমল চন্দ্র নিরব রবিদাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুরাদজ্জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর রায়, ফুলছড়ি উপজেলা শাখার সম্পাদক রানু সরকার, শশি বাবু, আপেল মাহমুদ, পামরুল হোসেন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.